শোষণ-চক্রে ভেঙে পড়ে হৃদয়,
অধিকার খোয়া যায় শ্বাপদের হাতে।
তবু, চেতনার আলো নিভে না,
নতুন এক ভোর আসে অন্ধকার রাতে।
শ্রমিকের পেশী, কৃষকের ঘাম,
রাস্তায় রাজপথে ছুটছে তরুন।
অগণিত স্বপ্ন বুকে, অদম্য আত্মবিশ্বাস,
দৃঢ় পায়ে হেটে চলে,রাজপথ হয় অরুণ।
শাসকের ত্রাস, পুলিশের আগুন,
গণতন্ত্রের বাতাস কলুষিত,নেই তার সমাপ্ত।
আজকের রাত আর আগামীর সকাল,
একদিন ভাঙবে তামাটে শাসনের আবদ্ধ।
শত প্রতিরোধের পরেও এগিয়ে যায়,
জনতার রক্তে লাল হয় হরিৎ বসুধা।
অবিচারের বিপরীতে শক্তি, সাহস, আশা,
একদিন পেরিয়ে যাবে অন্ধকারের বাঁধা।
ছাত্ররা রুখবে নির্লজ্জ স্বৈরাচারের খেলা,
এদিন দেখবে পৃথিবী, তাদের জয়ের আখ্যান,
শোষণ, দুর্নীতি, আর জুলুমের বিরুদ্ধে,
স্বাধীনতা আসবে,জয় হোক গণঅভ্যুত্থান।