আমি নদী হতে চাই।
নদীর মতো একগুঁয়ে,
যে পাহাড় ভাঙে,পাথর ফাটায়,
বয়ে চলে নিজের ইচ্ছেমতো।
আমি ঝড় হতে চাই।
ঝড়ের মতো দুর্নিবার,
যে পুরোনোকে ভেঙে নতুনের জন্ম দেয়,
যার শ্বাসে কাঁপে অন্যায়ের প্রাসাদ।
আমি আগুন হতে চাই।
আগুনের মতো অপ্রতিরোধ্য,
যে আঁধার ভেদ করে আলোর মশাল তোলে,
যার শিখায় জ্বলতে থাকে স্বাধীনতার গান।
আমি আকাশ হতে চাই।
আকাশের মতো সীমাহীন,
যার নীল গভীরতায় মিশে যায় সব প্রশ্ন,
বুকে ফুটে উঠে বিদ্রোহের পতাকা।
তবে আমি মানুষ হতে চাই না।
মানুষের মতো হিংস্র,
যে সত্য ঢেকে সাজায় মিথ্যার রঙে,
যারা প্রতিশ্রুতি দেয়,তবু ভাঙতে জানে।