কংক্রিটের শহরে নিশ্বাস নেওয়া দায়,
শব্দহীন বাতাসে বুকের ভেতর চিৎকার।
অলিতে গলিতে বিষাক্ত হাওয়ার গন্ধ,
দিনের কালো আঁধারে স্বপ্নের হাহাকার,
শহরের গর্জনে নিঃশব্দ মানুষের আর্তনাদ।
ভিড়ের মাঝে একা মিলিয়ে যায় প্রান।
দালানের ছায়ায় প্রদীপ জ্বলে,
মেশিনের শব্দে চুপ হয় হৃদয়ের গান।
নির্বাক পথিক, পথ ভুলে যায়, বোধ হারায়
তবুও চলছে সময়, বড্ড অচেনা প্রবাদ।
বুকের মধ্যে চাপা পড়ে আবেগের সমুদ্র
শুধু বেচেঁ থাকে যান্ত্রিক জীবনের স্বাদ।
ধূলোর আড়ালে সূর্য,সবুজ হয় ধূসর
এই কৃত্রিম আলো, এই কৃত্রিম ছায়া,
কংক্রিটের নগরীতে খুঁজে ফিরি আশা
যতই ক্ষত হোক, বিষাদ কিংবা মায়া!!