পথের শেষে দাঁড়িয়ে থাকা
একটি প্রাচীন বৃক্ষ।
তার ছায়ায় তুমি যতবার বসেছো,
সে তোমাকে চিনেছে।
তোমার ক্লান্ত মুখ,
তোমার গভীর দীর্ঘশ্বাস
সবই জেনেছে সে।

তুমি কি মনে রেখেছো তাকে?
নাকি তোমার ব্যস্ত পা
তাকে ভুলে গেছে কবেই?

তবুও সে দাঁড়িয়ে আছে,
বৃষ্টি,রোদ,ঝড়ে অবিচল।
তোমার অপেক্ষায়,
যদি আবার আসো ফিরে।