জীবন এক বিস্তীর্ণ সাগর।
কেউ হয় তরী,কেউ উত্তাল ঢেউ
কেউবা বাতাস হয়ে ছুটে যায় দূরে,
কেউ নোঙর, থেমে থাকে পাথরের কূলে।

স্বপ্নগুলো রঙিন প্রজাপতি হয়ে,
উড়ে চলে দূর দিগন্তের পথে
কখনো হারিয়ে যায় নীল আকাশে,
কখনো থেমে যায় শিশির ভেজা ঘাসে।

বেদনা যেন এক ঝড়ের রাত,
আলো নিভে যায়,ভেঙে পড়ে কূল
তবু উষার কিরণ আসতে জানে,
ফুটিয়ে তোলে জীবনের ফুল।

প্রেম এক চাঁদের আলোয় মোড়ানো,
অদ্ভুত মায়ায় ভাসিয়ে নেয় হৃদয়।
আবার কখনো সে গোধূলির আঁধার,
চোখে এনে দেয় রিক্ত বিদায়।

জীবন তো রূপকথার রঙিন খেলা
নাটকের পর্দা উঠে আর নামে।
প্রতিটা দৃশ্যে নতুন গল্প বোনা,
অতীত চেয়ে থাকে ভবিষ্যতের পানে।