মৃত্যুর মাঝেই জীবন খুঁজে
অমর করে তুলি আশা।
বিদ্রোহ মানে শুধু নয় রক্ত
তাতেই মুক্তির ভাষা।
যে আকাশ ঢেকে অন্ধকার,
সেখানে জ্বলি মশাল হাতে।
ভাঙি পুরনো গ্লানির শিকল
নতুন আলো ছড়াই রাতে।
শাসকের চোখে ভয় জাগে
আমার কণ্ঠের চিৎকারে।
আমিই সেই ঝড়ের দূত,
যে বদলে যায় দৃশ্যপটে।
আমার দেহের প্রতিটি কোষ
বিদ্রোহের গান গায়।
আমার পথ,আমার অস্তিত্ব
শত বাঁধা পেরিয়ে যায়।