অবসাদের অবসরে, নিস্তব্ধ নির্জনে
অামি ব্যস্ত অপলক দুঃখের বাসরে,
তাইতো শুকিয়ে গেছে অামার সাতান্নটি গোলাপ
যা রেখেছিলাম অামার বুকের গভীর পাঁজরে।
বেচে থাকাটা বেশি মন্দ নয়
যদি থাকে দুটি সজল অাঁখি,
যে অাঁখিতে দিবারাত্রি কাজল রবে
অামি হব সেই কাজলধারিনীর অপলক পাখি।
সমাপ্ত।