অামার তপস্যার ঘুলঘুলিতে যখন
বিরহের বৃষ্টি নামে
অনুভুতির কপালে তখন একে দেই
পুরনো কিন্তু চকচকে শব্দের টীঁকা
তবে কি নিয়তি অাগাম জামিন নেয়া?
প্রশ্নের পরে প্রশ্ন নামে
ভারী হয় নিঃশব্দ রাতের কফিন;
মাহুতের ঘাম ভেজা শরীরে উন্মাদনার ফেনা জমে
অবশ হয়ে পড়ে থাকে পর্দায় লেগে থাকা রেণু
বাস্তবতার মোড়ে তখন শব্দই হয় অামার বায়বীয় কম্পাস।
সমাপ্ত
সাভার,ঢাকা
Fb: Engr Jaman Ahmad
ধন্যবাদ।