বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি
কোথাও এক ফোঁটা রোদ্দুর নেই
তাই বুজি আজ অমলিন কাপড়ের ভাঁজে
শুধু রক্ত আর নির্জনতার শিলালিপি।
পায়নি কেউ আমাকে তপস্যায়
কিংবা পড়ন্ত পুষ্পের আহত মনে,
সবাই চেয়েছিল আমাকে সিক্ত দর্পণে
তাইতো আজ আমি বাঁচি ডুবন্ত জলজে।
তাইতো আজ ঘরের কোনায় কোনায়
জবাই করা শেয়ালেরা বিরহের শতদল আঁকে,
জলে বিবির রুগ্ন চোয়াল বেয়ে নামা জলের ধারা
আমার পাজ্ঞাবির পকেটের রুমালে লেগে থাকে।
***জলে বিবি- ঠিকানা নালিতাবাড়ি, শেরপুর। ১০২ বছরের নি:সঙ্গ বেদেনী। কর্তা বাবুদের দ্বারে দ্বারে ঘুরছে বয়স্ক ভাতার আশায়।
পাদটীকা: কবিতাটি সম্মানিত এডমিন সাহেব ও আসরে আমার প্রাণপ্রিয়, শ্রদ্ধেয় কবিদের করকমলে উৎসর্গ করলাম।
কবে দেখা জানিনা আবার এ আসরে, সবাই ভাল থাকবেন এ আনন্দের বাসরে। ফিরে আসার তাগিদ নিয়ে বিদায়।