এক সেকেন্ড কেড়ে নিয়ে গেছে সহস্র রজনীর সুখ
তাই ক্ষণিকের রুক্ষ সহবাস বেদনার কোকিল এখন নি:সঙ্গ বিলে খাবি খায়,
নিরন্ন হৃদ মাজারের সাধক ডুবে গেছে তিক্ততার বারন্দায়
নেই আর কোন অভিযোগ নেই, জীবন চলে যাচ্ছে প্রত্যাশার অনুকম্পায়।
কেউ দেখুক আর না দেখুক আমার শীতল মনের বিষ বাষ্প
থাকুক না পূর্ন আমার জীর্ণ অধরের গলি অবহেলার মদিরায়,
মনে পড়ে উঠোনের শেষ রজনীগন্ধাটি খসে পড়ার দিন
সে মেতেছিল আমার উথলে ওঠা বোবা মুখের সীমানায়।
বিছানার অগোছালো চাদর আর কামরাঙার উদ্ধত বুকের ভাঁজ
কারও চোখে এখন আর দুষ্টামির কাব্য আঁকেনা,
সব হারিয়ে এখন আমি নি:সঙ্গ সাদা বকের সহচর
মায়াময় এ জগতে স্বার্থের লেজে পা পড়লে কেউ কাউকে ছাড়েনা।
কোন পাষাণের সাহারা আজ জেগেছে তার বুকে
অল্প চাওয়ার আশার জাহাজ আটক নিরাশার ঘাটে,
ভাল লাগেনা আর একা একা এ অতীত স্মৃতির দোকানদারী
এখন নির্ঘুম পায়রা সমবেদনার চুমু খায় আমার তপ্ত ললাটে।
(সমাপ্ত)
কিছু কথা: প্রাণ প্রাচুর্যের এ কবিতার আসরে আমার এ শেষ নিবেদনের আগের নিবেদন। আগামীকাল হবে শেষ নিবেদন। ক্ষণিক, সাময়িক বা অনন্ত- জানিনা কতদিন পরে ফিরতে পারব এ আসরে। মিস করব এ আসর সুনিশ্চিত। সবার অনুপ্রেরনার জন্য এ অধম চিরকৃতজ্ঞ। সবাই ভাল থাকবেন, এ আমার কামনা নয়, প্রার্থনা।