দুই ভাগে ভাগ হয়ে গেল কাল রঙের সাতান্নটি গোলাপ
অনিদ্রায় বিভক্ত গোলাপ হয়ে গেল আদিকালের পাপ।
রক্তের মাঝে গড়াগড়ি খেয়ে যখন আমি উঠলাম
তখন মাঝি চেনা ঘাট পেরিয়ে হাতে নিয়েছে অনিশ্চয়তার পেন্ডুলাম।
মাঝির অবেলায় নিদ্রার ফসল এখন আমার ঘাড়ের বোঝা
কেউ পাশে নেই, কেউ পাশে নেই, চলছে নিরবতা আর অন্ধকারের মিলন,
মাঝি নির্বিকার চিত্তে গেরুয়া বসনে জলকেলি খেলে কল্পিত মানবীর সনে
আমি একা বসে আছি হাতে নিয়ে নতুন তবে অস্পষ্ট দর্পণ।
ঠোঁটে কুমড়া ফুলের পরাগ মেখে রবির ঘুম ভাঙল চাঁদের কোলে
নিশীথ রজনীর ক্লান্ত পাখিরা চলে এল আমার আগ্নেয়গিরির উদরে,
হাতে নিয়ে আমার ভবিষ্যত, মাঝি তখন মরিয়া তীরের সন্ধানে
কতদিন দেখা হয়নি তোমাকে, যাইনি কতদিন তোমার মাজারে।