যাত্রা অনন্ত, গন্তব্য স্থির তবে নৈর্ব্যক্তিক।
তবে কেন ইঁদুর দৌঁড়ের খেলা?
বিষন্নতার বাসরে গলায় সাপের মালা, মনে পড়ন্ত জোস্না।
পিছন থেকে নির্দেশকের নির্ধারিত সংলাপ।

তবে কেন  নিরবধি বয়ে চলে ঘুমন্ত সমুদ্র?
রাতের কবিতা কাম-ক্লান্ত বকের বুকে মুখ ঘষে।
কল্পনার ডানায় হাওয়া কেটে চলি সীমাহীন সূর্য জমিনে
আপন সুখ তোলা থাকুক জল কন্যার বুকের তিলে।

জীবন ক্রমান্বয়ে হয়ে পড়ছে নব বধূর হাতের মেহেদী
কে কাহার? আমি কার? কবে জাগবে ঘুমন্ত সমুদ্রের ঘুম?
যে যাবার সে চলে যাচ্ছে, আসছে, কেউ কোন বিদ্রোহ করছেনা।
কি অদ্ভুত! কি মনোহর! কেই কারও নয় আবার কেউ নয় পর।

সমাপ্ত
২৫/০৫/২০১৪
বিকেল-৫.৩০।