(!) বন্ধনীতে আবদ্ধ দন্ডায়মান লাঠির নিচে একফোঁটা
জল ওয়ালাকে সবাই চিনি।
স্থায়ী ও বর্তমান ঠিকানা: বিস্ময়পুর।
আমার "মাথা ফুলা" মস্তিষ্কের প্রশ্ন হল- এ চিহ্নটি কান্না বোধক না হয়ে বিস্ময় বোধক চিহ্ন হল কেন? আমরা বিস্ময়ে তো কাদিনা।
বাংল একাডেমীকে জানানোর জন্য আমরা আসুন মানব বন্ধনে দাঁড়াই। বিস্ময়ে আমরা চোখ আলুর মত করে ফেলি। অতএব, আলু হবে বিস্ময়বোধক চিহ্ন। !- ইনি হবেন কান্নাবোধক চিহ্ন।
পাদটীকা: যতি চিহ্ন সমূহের শ্রদ্ধেয় পিতা আমার উন্মাদ মস্তিষ্কের জন্য কবিরাজ খুঁজছেন। মহামতি জ্ঞানবান পিতা আপনাকে প্রনাম। অনন্তলোকে ভাল থাকবেন।