হে করুনাময় আমাকে এক দন্ড অবসর দাও
ব্যস্ততার সিক্ত বসন পাল্টিয়ে দাঁড়াব পায়রার তীরে
হাতে নিয়ে মিষ্টি মধুর বেদনার তানপুরা
অামাকে এক দন্ড অবসর দাও, এক দন্ড অবসর।
বহুদিন হিজল ফুল গোনা হয়না নি:শব্দে
দেখা হয়না দেয়ালের ওপারে নিদ্রাহীন নিশীথিনীদের
বহুদিন কথা হয়নি অভিমানী তরুনী শালিকের সাথে
অামাকে এক দন্ড অবসর দাও, এক দন্ড অবসর।
খুঁজে বেড়াব মতিনের বউকে যে হারিয়ে গেছে ক্ষুধায়
শাপলার বিলে সে উলঙ্গ পরী হয়ে নাচে গভীর রাতে,
এক হাত গভীরতার যে সাগরে মুক্তা মেলে, সব দেখতে চাই
অামাকে এক দন্ড অবসর দাও, এক দন্ড অবসর।
যে দৈনন্দিন বাজারে সুখের আলতা গড়াগড়ি খায়
অন্ধের বাড়িতে রোজ শীতল পাটিতে ক্রন্দন রোল পড়ে
আমি সব দেখতে চাই, ভরতে চাই এ মাটির কলস
শুধু অামাকে এক দন্ড অবসর দাও, এক দন্ড অবসর।।