আমি এ ছাইপাশ টাইপের লেখালেখির সাথে জড়িত বছর সাতেক হবে মনে হয়। এখন পর্যন্ত কোন বই প্রকাশ করিনি বা করব এমন পরিকল্পনা মাথায় নেই।
অামল কথায় আসি।
আমি কতটুকু সত্য জানিনা। বাংলাদেশে বই প্রকাশের ক্ষেত্রে নতুন লেখকদের নিয়ে নাকি প্রকাশকদের তেমন কোন আগ্রহ নেই। প্রকাশ করিবে তো পকেট দেখাও। এ সিস্টেমে চলে আসছে প্রকাশক মহমতিরা। তাহলে তারা কাদের বই প্রকাশ করেন বেশী?
প্রতিষ্ঠিত লেখক তো আছেনই সাথে আমাদের প্রবাসী বঙ্গ সন্তানেরা অনেকেই কাড়ি কাড়ি টাকার মালিক ( আমি তাদের প্রতি পূর্ন শ্রদ্ধা রেখে বলছি, দয়া করে ভুল বুঝবেন না)। তারা নাকি নিজের টাকায় বই প্রকাশ করে থাকেন। যার ফলে প্রকাশকদের উদর পূর্ন থাকে।
এর কতটুকু সত্য, কতটুকু মিথ্যা- সবাই মন্তব্য করবেন।