আজন্ম সাধ আকাশটাকে দু ভাগে ভাগ করে
আলাদা করি মানব জীবনের যত হিসাব নিকাশ,
একপাশে থাকবে সুখের কোলাহল
অন্যপাশে ক্ষুধা আর নি:সঙ্গতার দীর্ঘশ্বাস।
যে চেরা ফাটা গাল কখনও পায়না নিস্তার
গোপন উৎসের চোখের জল থেকে,
তাকে তিন বৈয়াম সুখের সম্বল দিব
মুক্তি স্বাদ পাবে সে, দূর হয়ে যাবে সব সুখের পাকে।
যে জননীর বুকে ভালবাসার লেভাতুর জাল
কিন্তু সে আজ বন্দী বৃদ্ধাশ্রমের নিরালা জানালায়,
অন্তত দেড় হাত পথ ঘুরিয়ে আনব তাকে
নবান্নের দল দলবেধে যে পথে হেঁটে যায়।
যে রমনীর বাহুডোরে বহুদিন প্রলয়ের সুর বাজেনা
বেহালা ডুব দিয়েছে সাড়ে তিন হাত দূরত্বের গভীরতায়,
তাকে নিয়ে চলে যাব নির্বাসনের ফাঁসিকাষ্ঠে
অগাধ জল, অগাধ জল বলবে সে বায়বীয় ইশারায়।