মনে হয় যেন আজ সব ভেঙে চুরে পরবে
আমি বন্দী হয়ে যাব কাচের গ্লাসে,
গোস্তের দলা লাভা হয়ে উড়ে যাবে
অভিমানী কন্যা যেভাবে কালের খেয়ায় ভেসে যায়।
যদি নাইবা জােটে অপলক নয়ন
কিংবা সুগন্ধি গােলাপজলের স্নেহধারা
তবে আফসোস কেন?
সব সাদা বক তো রক্তিম পরশ পায়না।
কাপুরুষের শতদল হরিণের পায়ে লাথি মারে
ভাতের মাদুলি অজ্ঞান হয়ে যায়,
অমাবস্যার অন্ধকার আলোতে নেতিয়ে পড়ে
অভিনেতার অভিনয় ধমক খায় সমুদ্রের দেয়ালে।
অবশেষে কাছে আসে কালো যাদুকর
সুর তোলে রমনীর অগোছালো বরান্দায়,
শিম গাছের নিচে দাঁনা বাধে অসন্তোষ
যখন কেউ ডাকেনা কাউকে তখন কে ডাকে আমায়?
সমাপ্ত