অসম প্রেমে ব্যবচ্ছিত আমার দেহ নৌকা।
অমাবস্যার রজনী। দেড় হাত দূরত্বও অস্পষ্ট।
সাহেব বাড়ির পিছনে গোপন বাতি।
দেড় মাস বয়সী বাচ্চার উল্লাসিত কান্না!
টুং টাং শব্দ। জাম্বুরা গাছে টিয়ার গোপন অভিসার।
শিশিরের নি:শব্দে আত্মহত্যা।
মকছেদ আলীর মার বৈধব্য জীবনের রূপকথা।
তালগাছের মাথায় শালিকের আনন্দ বিতান।
জোস্নার সাথে অমাবস্যার অকারনে মান-অভিমান।
নিরুপদ্রব জীবনে অক্লান্ত দু:খের অভিযোগ।
আহ! দেখতে কি সুখ! সেলিমের বউয়ের ব্যালকনি।
আবার নি:সঙ্গতা, আবার মরা কোকিল নাড়াচাড়া দিয়ে ওঠে।
সমাপ্ত