তোমার মনের বাটখারা নেই, নেই তোমার মমতার দাড়িপাল্লা
ওমা কেমনে শুধিবে তোর দেনা, এ অর্বাচিন যে বাউলা,
তুই যে আমার শীতের ওম, আমার মনের বাগানের প্রজাপতি
তোর অকৃত্রিম হাসি পকেটে নিয়ে আমি হিমালয় সম আনন্দে মাতি।
বাস্তবতা আর নির্বোধ কামনা পূরনের আশায় এ দীনহীন
ইট-সিমেন্টের দেয়ালে ঘেরা ঢাকা শহরে এ অধম কাটায় সারাদিন,
তোর আঁচলের সুবাসের চাতক আমি, যতক্ষন থাকবে দেহে প্রান
তোর হাতের ছোঁয়া আমার নিরানন্দ জীবনের সুঘ্রাণ।
দয়াময় তোমার কাছে আমার আজীবন প্রার্থনা
আমার গন্ধরাজকে তুমি আমার চোখের আড়াল করিওনা,
কামনা নেই, বাসনা নেই আছে শুধু স্নেহের বারিধারা
আমি কষ্টে থাকলে মাকে বলিসনারে তোরা।
মা যে আমার উতলা হবে, মুখে দিবেনা একটিও দানা
কেমন লাগছে, কি করছিস, এগুলো লাগবে আগে জানা।
আয় তোরা সবাই হাত ধরে দাড়াই ,সেসব গর্দভদের দিতে ধিক্কার
তোর মা কেন বৃদ্ধাশ্রমে একা? নির্বোধ! ঘুম ভাঙবেনা তোর এবার?
সমাপ্ত
(আজ ২৭শে বৈশাখ, ১০ মে -আমার পঁচিশতম জন্মদিনের নিবেদন স্বরুপ আমার মায়ের করকমলে উৎসর্গ করা হল এ কবিতাখানি।)