আমার চোখেরী জল মুছে দিবে যে জন
করিনি তাকে আমি নিজেই গ্রহন ।

এই মন প্রাণ দিয়ে এত ভালোবাসি আমি যারে
পারিনি বোঝোতে আমি
এবুকের জ্বালা কভু তারে,
শোনেনি কভু অভিমানে-
কি জ্বালা করেছি বরণ--
আমার চোখেরী জল মুছে দিবে যে জন
করিনি তাকে আমি নিজেই গ্রহন।


যদি শুনিতো সে মোর বুক ভাঙ্গা করূন আর্তনাদ
ভূল না বুঝে সে আবার বাড়িয়ে দিত মায়ার হাত,
আসিত অভিমান ভূলে সে মোর
শব দেহ করিতে দর্শন,
আমার চোখেরী জল মুছে দিবে যে জন
করিনি তাকে আমি নিজেই গ্রহন ।

05/09/2007