সেইত এলে তুমি আমার জীবনে এলে
আমি তোমাকে পেলাম
মাঝে পথে দাড়িয়ে নিয়তির আধারে
কষ্ঠের আগুনে পুড়লাম।

জানি না কি ভূল ছিল বলার পথে
জীবনের নন্দ কালে
দুঃখ এল তাই আমার এ কপালে
অসহায় হৃদয়ের অনিচ্ছাতে
কষ্ঠানল বুকে ধরলাম,
আমি তোমাকে পেলাম
মাঝে পথে দাড়িয়ে নিয়তির আধারে
কষ্ঠের আগুনে পুড়লাম।


নেই কোন অভিযোগ নেই কোন দুঃখ
পিছনের দুঃখ গুলো সব
সুখ হয়ে ভরে গেছে বুক,
হৃদয় আমনে একটাই আসন
সে আসন তোমাকে দিলাম,
আমি তোমাকে পেলাম
মাঝে পথে দাড়িয়ে নিয়তির আধারে
কষ্ঠের আগুনে পুড়লাম।


যন্তনা দাও যদি কখোনো আমায়
পারবো না কিছুতেই সইতে,
তুমিই বল ক্ষুদ্র মানব
পারেকি পাহাড়ের ভাড় বইতে?
কষ্ঠের কালিমা মুচ্ছে দিও
তোমাকে অনুরোধ রাখলাম,
আমি তোমাকে পেলাম
মাঝে পথে দাড়িয়ে নিয়তির আধারে
কষ্ঠের আগুনে পুড়লাম।

(একটি সত্য ঘটনা অবলম্বনে-02/10/2002)