জানি আমার এ লেখা হইবে কূ-লেখা,কিছু কিছু মানহুশের! কাছে,
আর কিছু শিক্ষিত্ নাক কুচকিয়া বলিবে মূর্খ,এ কি লিখেছে বাজে।

আমি অধম ডরিনা ইহাতে করিনা কভূ লাজ,
শত বাঁধাতেও করিতে থাকি আমার যাহা কাজ।

নির্লাজ বলুক, মূর্খ বলুক, বলিব সত্য কথা,
সত্য কলমে লাগে যদি লাগুক, জালিম  হৃদয়ে ব্যাথা।

আমি ডরি নাই কভূ, ডরিনা এখোনো, ডরিতে চাহিনা কখোনো,
করিয়াছি পণ- আসিলেও লোভ, আসে যদি জেল-জুলুম রক্ত চোক্ষুর শাসন ও।

আমি বিদ্রোহী হইবো, প্রতিবাদী হইবো, জালিম হইতে হইবো অপমান,
তবুও রাখিবো উন্নত শীর, সত্যকে রাখিতে অম্লান।

আমি সত্য বলিয়াছি আমার পরিবারে শত অপমান সয়ে,
যাহার অপরাধে পেয়েছি গ্লানী গিয়েছি নির্বাসিত হয়ে।

আমি তুলিয়াছি কবিতায় “যৌতুক” তুলিয়াছি “ভন্ড পীরের দল”
জানি বিফল হইবেনা লাগিবে কাজে পাইবো ই সু-ফল।

ক্ষতি হউক কাহারো এমন চাহিয়া করিনাই কোন কর্ম্ম,
আমি দুনিয়ার বুকে প্রচারিতে চাহি সততার সু-মর্ম্ম।

আমি মানিতে চাহি কোর’আনের বিধান মঙ্গল সবার যাহাতে
স্রষ্টাই জানে কিসে সৃষ্টির কল্যাণ, মঙ্গল তাহার কাহাতে।

আমি স্মরিতে চাহি রাসূলের(সঃ)পথ করিতে চাহি মান্য,
তাহারী পথে চলিয়া জীবন করিতে চাহি ধন্য।

আমি করিতে চাহি সত্যপথ সুগম সহজ সুলভ পথচলা,
আমি জনমের সু-ফল বুঝাইতে চাহি নহে শুধুই ইহা কথামালা।

আমি বলিতে চাহি,
রেল-পথে রেল-বগী আর রাজ পথে চলিবে বাস,
সহজ সরল সুগম রাস্তার গঠিবে সমাজ।
               (চলিবে)