মেয়ে তোকে বিয়ে দিতে লাগে যৌতুক,
পয়সা লাগিতো আগে দেখিতে তোর মুখ।
মডার্ণ হতে তোকে ছেড়ে দিয়েছি রাস্তায়,
দেখে যেন তোকে সবে পেয়ে সস্তায়।
পর্দা ছেড়ে ভুল করেছো গিয়ে ঐ শহরে,
তাইতো তোমায় দেখিতে কেউ আসেনা এই ঘরে।
যুবক ছেলেরা বলে বিবাহের দরকার মোদের নাই,
তবুও করিতে পারি যদি টাকা মোটা অংকে পাই।
টাকা দেব, তোকে দেব, দেব সম্মান
প্রতি চাঁদে তোকে নিয়ে হব অপমান।
সত্তরবার তালাক দিয়ে করবে আবার হালাল,
সেই ঘরেতে জন্ম নিবে সোনার আলাল দুলাল।
দুলালেরা করবে বিয়ে খতিয়ান বাদ দিয়ে
জন্ম যাগের তাদের ঘরে লাগবেনা আর বিয়ে।
এমন সুফল আনবে বয়ে যৌতুক নামের কালী
জন্ম হবে যথাতথা কূ-জারজের হালী (চার),
মসজিদ থাকবে যথায় তথায় থাকবে ইমাম সাব
হবেনা কেউ সেথামূখি দাদা,ছেলে, বাপ।
যৌতুকের এমন ক্ষমতা জানকি কেউ কভূ?
পকেট ভরলেও লোভী বরের, রয়না খুশি প্রভূ।
26/12/2014