পরান ও পাখি উইড়া গেলে
পইরা থাকে দেহ
র্দুগন্ধময় পঁচা দেহ-ছুইতে চায়না কেহ।
থাকতে খাঁচায় সোঁনার ময়না
নাম হেকেছে কত!
ভক্তি শ্রদ্ধা করছে মানুষ
ছালাম দিছে শত,
আজকে পড়ে সেই মানুষই-
নামেই মরদেহ,
র্দুগন্ধময় পঁচা দেহ-ছুইতে চায়না কেহ।
হায়রে মানুষ বোঝে নারে
থাকতে দেহে প্রাণ,
লোভ লালসা রিপুর পিছে
হয় ছুটে হয়বান,
রয় চিরকাল ঘিরে মায়াজাল
মিছে আদর স্নেহ,
র্দুগন্ধময় পঁচা দেহ-ছুইতে চায়না কেহ।