যদি শুধু একবার আমি করোনা হতাম!
যদি হাজার রুপ নিতে শক্তি পেতাম
রকেটের মত উড়ার পাখা হতাম
যদি বাতাসের আগেই আমি চলতে পেতাম
তবে -বিষত্বীর হয়ে- আমি উড়ে গিয়ে
জালিম হৃদয়ের মাঝে বসে যেতাম
যদি শুধু একবার আমি করোনা হতাম!
শোসকের পাঁজর ভেঁদে বদলা নিতাম!!

সহেনা গো আর দুর্নিতীর জ্বালাতন
দেখিতে  না চায় মন - লক্ষ প্রহসন
মন চায় করোনার শক্তি পেতে
শোসকের পাজর ভেঁদে বদলা নিতে
ওগো আহ‘াদ - শুধু এই ফরিয়াদ
পূরণ কর ! হে মহা শাহী আলাম।
যদি শুধু একবার আমি করোনা হতাম!
শোসকের পাঁজর ভেঁদে বদলা নিতাম!!

গরীবের চাল ডাল সহজে
নিচ্ছে যারা আজ স্ব-ভোজে
তেল, আর টাকা সব সিন্দুকে দেখি
এ লজ্জা হায়! বল কোথায় রাখি-
চোর চলে বড় গলে স্ব-দর্পে হায়!
ভিখারীর খাবার আজ- পশুরা খায়
অনাথের পরিবর্তে নেতাদের নাম।
যদি শুধু একবার আমি করোনা হতাম
শোসকের পাঁজর ভেঁদে বদলা নিতাম!!

ত্রাণ যাবে ভুখাদের বাড়ীতে
হাসি মুখে চড়াবে তা হাড়িতে
ক্ষুদার্থ শিশুদের হাসি দেখে
চিত্তে¡র আক‚লী মুখে মেখে
ফিরবে নেতাগণ কথা ছিল
তা না করে আজ কি দেখালো ?!!
নেতার স্থানে ভুখা কুকুরের নাম।
যদি শুধু একবার আমি করোনা হতাম
শোসকের পাঁজর ভেঁদে বদলা নিতাম!!

কঁচু ঘেঁচু সেদ্ধ দুবেলা
মিটাতে পারে কি ক্ষুধার জ্বালা?
দুস্কর পাওয়া আজ “কুড়ানো শাক”
উন্নত দেশ!  আজ বড় হতবাক!!
হাজার কোটি টাকার! ভিড়!! আশাহত
জেনেও ভুখা বয়ে যায় ক্ষুধার ক্ষত!
নয়ন মনির শোকে কেঁদে অবিরাম।
যদি শুধু একবার আমি করোনা হতাম
শোসকের পাঁজর ভেঁদে বদলা নিতাম!!
চলবে---