ওহে নবীর(সঃ) সুন্নাতধারী, ওহে দাড়িওয়ালা
আজি হতেই শুরু হোক আমাদের পথচলা।
যে পথে চলিতে উদ্বুদ্ধ করে করে মোর নবীজী
সারাটি জিবন কাঁদিছে দিল যার করিয়া উম্মত উম্মতি।
ওহে নবী প্রেমিক দাবিদার
খবরদার খবরদার ! দেখিছো কি চক্ষু মেলে?
তোমার কারণে আজি দিশে হারা আওয়াম
প্রশান্তি খুঁজিছে দুয়ারে দুয়ারে।
মাসাআলাগুলিকে নিজের মত করে
সাজাইয়া গুছায়েছো নিজ্ব দুনিয়াবী আখের সঞ্চয়ের তরে!
ভেবেছো কি কভূ তোমার এই ভূল
নবীজীর ছিনায় কুঠারাঘাত করে?
আমি বিষ্মিত! হতচকিত! নির্বাক নয়নে আজ
দেখি আর চমকাইয়া উঠি! ভাবি, কে করে কাহার কাজ?
যে কাজ গুলি করিতে উৎসাহ ও প্রণোদিত করিবে শয়তান
সে কাজ গুলিই তোমার দ্বারা নহে কি বেমানান?
নেক আমল মাঝে বিদ্যমান কেন শয়তানি কারবার?
অপরের ভূল ধরিবারে কেন দরকার অপবাদ দেয়ার?
সুন্দর করিয়া ভালোবাসর শাসন করিলে পুঁজি
কমিবে কি সম্মান আর কমিয়া যাইবে কি রুজি?
তুমি একত্ববাদের নিশানধারী তুমি দ্বীনের রাহবার
তোমার দ্বারা কেমনে সম্ভব? দ্বীন ধ্বংশের কারবার!
তোমারে হেরিয়া একটি বান্দা হইলে বিপথগামী
ভাবিয়া দেখোতো! রোজ হাসরে পার পাবে কি তুমি?
ভন্ডামী করিয়া পীর হইলে যদি উপাধী পায় ভন্ডপীর!
তোমাকে কিবা নাম দিব হে জ্ঞানী!! ভাবিয়াই নিজে অস্থির!
মিথ্যা /অসত্য যদি একই অর্থে ব্যাবহৃত হয় সদা
তোমার তরেই কেন এই শব্দাবলী রইবে নিয়মে বাধাঁ?
------------------------------------------------------------ চলবে