প্রায়শই প্রশান্তির ঘুম ডাকে আমায়
ছাপিয়ে আসে নয়নপাতা -
হামাগুড়ি দিয়ে অন্তর কহে
ভাঙো এখনি নিরবতা !
অষ্টাদশী চিত্ত্ব কহে সহসা
চলিবে ক্যামনে হইয়া অসার?
ধাবিত হইতেই হইবে
সঙ্গে রাখিয়া খোদা ভরসা !
দেহখানি আর চলেনা চঞ্চল !
হঠাৎই ভাঙ্গে স্থির মনোবল !
তবুও ডাকে ঘুম আমায়
প্রশান্তির ডালা লইয়া অবিরাম অবিচল।
একেলা নিঃসঙ্গ ! বাহুবল অসার !
আরো ডাকে যদি! প্রশান্তি বারংবার !
লোভী হৃদয় হইয়া তারা দেয় যদি
লোভিতেই করে দিয়া অতি প্রেসার !
চলিব ক্যামনে ওগো মাবুদ
হেরিতে দাও পথদিশা
না হইলে দুটানার মাঝে
কাটিবে ক্যামনে ঘোর অমানিশা?
যদিও সকল বিপদাপদে
সহজেই সাহায্যের ঝুড়ি দিয়া হাদিয়া
করিয়াছো উদ্ধার হে করুনাময়
হেরিছো সর্বদা- আমায় প্রতি পদে। (আলহামদুলিল্লাহ্)