ছাগল যদি মন্ডল হয় আর মানুষে হয় প্রজা!
শিয়াল বেটা সহজেই পায় মুরগি ধরার মজা।

মুরগি টাকে খেতে পারে আরাম করে বসে,
শোকে দুঃখে মানুষ প্রজা মুরগি শোকে রোষে।

ছাগল মন্ডল বসে ভাবে, আমার কিসের লস,
কিছু বুঝি আর না ই বুঝি, আমি ই  সবার বস।

তর তাজা ঘাস প্রজা গণে দেয় হাদীয়া কিছু,
কেউ না দিলে শিয়াল বাজান নিবে তাহার পিছু।

ট্রেনিং নিয়ে আইছে বাজান ইবলিশালয়ে গিয়ে,
প্রজা গণকে রাখতে সোজা শিক্ষা দীক্ষা নিয়ে।

“মানুষ প্রজা” হয়ে  কভু কেহ- আমায়  দিলে বাঁশ,
চক্রান্তের কবলেই তাকে করি সর্বনাশ

এই করিয়াই চলতে রব শিয়াল আশীর্বাদে,
প্রজা দিয়েই প্রজা মারবো ছাগল - শিয়াল ফাঁদে।