আমার দুঃখ বোঝে রাতের
         তাঁরা আর আকাশের চাঁদ
তাইতো ওদের সাথে চলি
                   জেগে সারারাত।

যেখানে যাই ওরা ও চলে
           আমার সাথে সাথে
বিনিময়ে নেয়না কিছুই
            কোনই অযুহাতে।

কভু যদি বলি ও চাঁদ শোন
                         ও ভাই তাঁরা
কেন দুঃখ আমার ভাগ করে নাও
                       কোন স্বার্থ ছাড়া?

আলেতো করে হেসে বলে
                   তুমি বড় বোকা
তাই-জীবন ভরে যাচ্ছ খেয়ে
                 আচ্ছামত ধোকা।

দুঃকে নিই তোমার থেকে
               তাইতো ভাবে গুনি
সত্যি বলতে ভালো লাগে
             তাইতো মোরা শুনি।

একটা কথা মনে রেখো
          নইতো মোরা তেমন
অভিনয়ে আপ্লুত হয়
            মানুষেরা যেমন!!

একটি কথা জিজ্ঞাসি ভাই
                          দিও ধ্রুব জবাব
তবে রইবে না আর অন্তে তোমার
                      কোন সুখের অভাব।

ঝঞ্জাটে পৃথিবী যদি
                  নাট্যশালা ই হয়
কেন আবেগ দিয়ে কর শুধু
                    মিছে অভিনয়?

অনেক ভেবে চাঁদ তাঁরাদের
                     জবাব দিয়েছি
আমি যে ভাইরক্তে মাংশের
                        মানুষ হয়েছি।

জানি ও ভাই বলবে তুমি
                       বলবে এমন কথা
তবুও রেখো স্মরণ একটি বচন
                          যাবে যথা তথা।

কেন তোমার লাগবে এমন
                      সাথী ও পাহাড়া
পথ চলিতে শিখ একাই
                    হাতের লাঠি ছাড়া।

01/02/2003