মনের গহীনে কষ্ট ভরা বারদের ন্যয় আকার
কিবা চিন্তায় ব্যকুল মন্টা- ভাবনায় রহে বেকার?
বাংগালী নাকি বীরের জাতী পড়েছিনু কোন পাঠে
সত্যতা পাইনি আজো এখনো খজে হাটে-মাঠে, পথে- ঘাটে!!!
সবই দেখিতে পাই দু পেয়ে জন্তু মনুষ্যত্বহীন প্রাণী
হায়! ইহারাই নাকি বীর বাংলার অপরাজেয় সম্মানী?
ধিক এ জাতীকে- যে জাতীর সম্মুখে ধুকে মরে এক ভাই,
চেয়ে দেখিবার সময়টুকু নাকি এ বীর বাংগালীর নাই!!!!
ফেজবুকে লাইক কমেন্টে ব্যস্ত ভবিষ্যৎ সন্তানেরা
মেয়ে দেখিয়া ট্রিলিয়ন কমেন্ট লাইক হয় গণ্য ছাড়া।
অথচ দেখ- ভিখ মাঙ্গিয়া পাইনি একটি শেয়ার
যে শেয়ারে বাচিতে পারিতো- জীবন অসহয়ার।
যে সন্তানের জন্য হরিছো বাংলার ধন চুরি
ফেজবুকে আর অনলাইনে ইহারাই গেছে ভরি।
ইহারাই নাকি বাংলার গর্ব বাংলার ভবিষ্যৎ
বদমাইশির স্বর্গ গড়িয়া তুলিতে নিয়াছে শপথ।
পিতার যত “লুন্ঠনকৃত” অর্থ আছে ঘরে
ফেসবুকে আর মেয়েবাজীতে দিবে খরচা করে।
শিক্ষার নামে ফ্রি সেক্স করে যেথা যাবে পড়ে টাই
এ ছেলের মত বাংগালীর গর্ব বীর উত্তম আর নাই!!!
হে চোর পিতা -মনে রেখো তুমি
সবি দেখে মোর অন্তরজামী
পাইবে না ছাড় দোজাহানে তুমি
যতই গড়না কেন- মিথ্যা চারণ ভুমি।
বাংলার ধন চুরিয়া গড়েছো- কুলাঙ্গার সন্তান
মেয়ে নামে সেই সন্তান তোমার রাখবেনা সম্মান।
এন্ড্রুইড ফোন দিয়েছো দামী- ঘুষের টাকা দিয়ে
যে টাকার তরে ঘর হারা ভাই মরিছে না খেয়ে।
অথচ তোমার মেয়েটি দেখে তাহা দিয়ে ব্লু ফিল্ম
নিজে নায়িকা হয় কখোনও- বেহায়া অপরিসীম।
লজ্জা নাই তোমার? নেই কি মনুষ্যত্ব? বিবেক দিছো কি বেচে?
ভাবছোকি সন্তান মানুষ হইয়া মোর দুঃখ দিবে সব ঘুছে?
ভেবোনা তুমি হবেনা পূরণ তোমার মনের আশা
দুদিন যেতেই বুঝিবে তুমি নেই কোন ভরসা।
যে আলহাজের সম্পদ লুন্ঠিয়া হইছো বড় ধ্বনি,
উহাই তোমার সমন জানিও রাখিও দিন গুণি।
হয়তো মরিবে ধুকিয়া ধুকিয়া আলহাজ নামের চাষা
অর্ধ লক্ষ মুদ্রার তরে নাই- যার প্রাণের ভরসা।
ভিখ মাঙ্গিয়া পায় নাই যে- চিকিৎসা এ দেশে
পায়ে হাতে ধরি- কাদিয়া ফিরিছে মরনের খুব কাছে।
ডাক্তার নামে সে ডাকুদের বলি- জীবনদান- যদি নাহি পার?
তবে অসহায়ের জীবন মারিয়া কেন ভাই হলি হলি খেলা করো?
লজ্জার জল দিয়া কি তোমাদের ধোয়নি পিতা মাতা?
পাপের স্বর্গ গড়ি তুলি কেন ভরছো পাপের খাতা?
তোমার দুটি হাতে একটু করিলে অপারেশন,
বাচিঁতে পারিতো আলহাজ নামের ছোট্র এক জিবন।
করিলেনা তাহা ডাকাতের মত করিলে আচরণ!
তোমার হাতেও হচ্ছে আজি বাংলার ধন লুন্ঠন।
সাংবাদিক নামের কলংক যত “ভাবে” আছে আজি তারা
টাকার ঘ্রানে ছুটে আসে যেন- ফুলের নীল ভ্রমরা।
নামি দামি পত্রিকায় দিলাম আলহাজের কাহিনী
অর্থ নেই বলে হইলোনা আজো তাহার প্রকাশনী।
অথচ দেখ “পাত্র চাই” বিজ্ঞাপন নামে মিথ্যা প্রহসন
পাতা ভরি আজি সরবরে সদা করছে প্রকাশন।
ছাপিলে খবর হয়তো যেত পাওয়া একজন ”হাতেম তাই”
যাহার সাহায্যে হয়তো বাচিত “আলহাজ” নামের ভাই।
বারুদের জ্বালা বক্ষে ধরিয়া করছি কাল ক্ষেপন,
ডাক আসিবে কখোন যেন!! করিতে “আলহাজের দাফন”।
(পায়ুপথ বাইপাস সার্জারী করা “আলহাজ” কে নিয়ে ফেজবুকে ষ্ট্যাটাস, শেয়ার ও ইনকিলাব, জনকন্ঠ, ইত্তেফাক, আমাদের দেশ সহ কয়েকটি নামি পত্রিকা ও মানিকগঞ্জের তিনটি পত্রিকায় ছবি ও ভিডিও সহ বিষয়টি জানিয়েও কোন প্রতিক্রিয়া না পেয়ে- প্রতিবাদ স্বরুপ লিখা)