পরওয়ারদেগার! তোমাকে পাব বলেই
মাটির সাথে মিতালী করি,
তোমার দেখা পাব বলেই
দু'চোখ আমার অবনমিত করি।
মাটি সবসময় পায়ের নিচে থাকে,
আর সেই মাটিতেই আমার মাথা ঠেকাই।
সেই মাটির দিকে তাকিয়ে উদ্ধত চোখকে
আমি প্রশমিত করি।
পরওয়ারদেগার! তোমার কুদরত বোঝার
সাধ্য নেই আমার।
যে মাটিকে সকল প্রাণীর পদতলে করে রেখেছ,
এক সময় সে মাটিই বুকের উপর পাহাড় গড়ে।
এক বুক মাটি নিয়ে থাকতে হবে আবাদুল আবাদ।
হে মাটি! তুমি কি আমার বুকের উপর দাঁড়িয়ে আস্ফালন করে বলবে?-
"অনেকদিন আমাকে তোমার পায়ে পিষ্ট করেছ। এবার তোমায় আমি চেপে ধরেছি। চতুর্দিক থেকেই এক চাপে তোমাকেই এবার পিষ্ট করে দেব"।
না, মাটি, না। তোমাকে আমি ওয়াদা দিচ্ছি, তোমায় আমি পিষ্ট করবোনা। পরওয়ারদেগার আমায় যে পা দিয়েছেন তা তো মাটিতেই রাখতে হবে। চেষ্টা করবো অতি সন্তর্পণে, অত্যন্ত নরমভাবে তোমার উপর পা ফেলতে।
হে মাটি! পরওয়ারদেগার তোমায় কত সম্মান দিয়েছেন। মানুষকে তাঁর আনুগত্যের স্বীকৃতিতে তোমায় মাথা ঠেকাতে বলেছেন। যাকে বলে সিজদা।
আশরাফুল মাখলুখাতের মস্তক তোমাকে স্পর্শ করা কি বড় সম্মান?
পরওয়ারদেগার! মাটির উপর থাকি, মাটির সাথে মিতালী করি, মাটিকে বুকে ধারণ করি। মাটির মতোই থাকতে চাই। কাল কবরে মাটির চাপকে আমার জন্য কষ্টমুক্ত করে দাও।।