আকাশ পানে চেয়ে খোকা
প্রশ্ন করেন মাকে,
ঐসব মাগো কী দেখা যায় ?
বাঁকা চাঁদের ফাঁকে।

ঝাঁকে ঝাঁকে ঐ যে আলো
জ্বলছে কেন মা ?
কেনই তা যায়না পড়ে
অবাক লাগে যা।

কে মাগো তা ঝুলিয়ে দিল
শূন্য আকাশে?
কেনই তা যায়না দেখা
দিন যখন আসে?

আচ্ছা মাগো ঐসব আলো
বিদ্যুৎ পাই কোথা ?
কার বা প্রয়োজনে এ সব
জ্বলছে অযথা ?

নাকি কারো বিয়ে সেতাই
তাই সাজালেন বাড়ি ?
কী অপরূপ লাগছে মাগো
মনটা নিল কাড়ি।

ছোট্ট খোকার প্রশ্ন শুনে
মা হেসে কয় তাকে,
আল্লাহ তায়ালা সৃষ্টি করেন
এসব তারকাকে।।