সবুজ-শ্যামল আমার দেশে
উন্নয়নের জোয়ার এসে
মন-মগজ হয় স্বাধীন,
স্বাধীন মনে চিন্তা করে
নারী কেন থাকবে ঘরে
থাকবে কারো অধীন?

টোপটা গিলে নারী এলো
বন্ধি জীবন খুলে গেলো
পেলো মুক্ত পরিবেশ!
মুক্ত হাওয়ায় নিজকে বিলায়
হাওড় সাগর পাহাড় টিলায়
দেখে ঘুরে দেশ।

মুক্ত মনের আড়ালে তারা
ফাঁদ পাতে দেশটা সারা
লুটে ইজ্জত নারীর,
বলে আরো তোমার গায়
কী নিদারুণ খোশবু পায়
আমার মায়ের শাড়ীর।

পরক্ষণেই বুঝতে পারে
পড়লো সে কোন খপ্পরে
ইজ্জত করলো শেষ,
দেশটা যেন ধর্ষিত আজ
মুক্তমনা করলো যে রাজ
সোনার বাংলাদেশ!