আমি ভালোবাসিনি তোমাকে
তবু তোমাকে পাশে চেয়েছি বারবার
আমি ভালোবাসিনি তোমাকে ,
তবুও তোমার জন্য করেছি জীবন মরণ পণ
পাড়ি দিয়েছি দামোদর,
আদল শরীরে কাটিয়েছি তুষার রাত
উলঙ্গ পায়ে পাড়ি দিয়েছি মরুভূমি।
সাঁতরে ফেলেছি ভারত, প্রশান্ত , বঙ্গোপসাগর
আমি ভালোবাসিনি তোমায়
তবু তোমাকে হাসাতে কাঁটা পথে হেঁটেছি হাসিমুখে -
মহাকাশ থেকে ঝাঁপ দিয়েছি বাজপাখির মত
৩৬ বার জয় করেছি মাউন্ট এভারেস্ট
ভালোবাসিনি আমি তোমায়,
তাই তোমার জন্য কিনে নিয়েছি
আস্ত একটা চাঁদ, পূর্ণিমার রাত , এক যুগ বসন্ত
তোমার জন্য চাষ করেছি ৭২ বিঘা ফুল,
এখনো ভালোবাসিনা তোমায়
তবুও জেগে থাকি রাত, আগলে রাখি চাঁদ
যেন, তোমায় হারিয়ে ফেলা
এক মুহূর্তের কোন বিষন্নতা নয়,
বরং হারিয়ে যাওয়া লক্ষ বসন্তের মত।
তোমায় দেখতে না পাওয়া
আমার এক মুহূর্তের ক্ষোভ নয়
বরং দৃষ্টি প্রতিবন্ধীর মতো।
তোমার চোখের চাহনি আমাকে এক চিলটে ব্যাকুল করেনি।
বরং সে মায়ায় ডুবে গেছি অনন্ত বছর।
তবুও এটা ভালোবাসা নয়?
আর কতটা ভালবাসলে
তারপর সেটা ভালোবাসা হয়?
         - Jahid Alam Jahid