মেদিনী, ব্যোম, অম্বু, অনল, চন্দ্র, আদিত্য, তটিনী
দিবস রজনী গড়িলেন যিনি স্রষ্টায় যথার্থ তিনি।
না করিও ভুল ওহে মানব কুল সপিতে চিত্ততারি
গড়িলো যে জন সুন্দর ভুবন তোদের বাঁচাতে জীবন তরী।
করিল মায়া দিল বৃক্ষের ছায়া। বাঁচতে তপনী আলো
মনে দিল একে নীড় বানাইতে রজনী পারাতে ভালো
দানিলো,
নয়ন ও কর্ণ, চিকুর, গাত্র অজস্র বিভব বিত্ত
জনক জননী দানিলেন তিনি, তাই তারই প্রেমে হও মক্ত
সুপথ না জানি, দিল কোরআনের বাণী অপরূপ তার দান
সারাক্ষণ ধরি যদি প্রশংসা করি তবু শেষ না মিলে গুণগান
_________________
পঞ্চম শ্রেণিতে থাকা অবস্থায় লিখেছিলাম এই কবিতাটি। তাই তাই তখন ভাষার গুরুচণ্ডালী, কবিতার ছন্দ তাল সম্পর্কে কোন ধারণা ছিল না, একই সাথে বানান সম্পর্কেও কোন সাম্যক ধারণা ছিল না। কবিতাটি এখানে লিখে রাখা হয়েছে তার দুইটা কারণ, ১. মাঝে মাঝেই কবিতাটি নিজে পড়ে স্মৃতিচারণ করব। ২. যারা নতুন কবিতা শুরু করতে চায় কিন্তু ভয় পায় তাদেরকে বোঝাতে যে প্রথমে সবারই ভুল হয় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেটা শুধরে যায়। আশা করি পাঠকগণ আমার সকল ভুলগুলোকে ক্ষমা করবেন যেহেতু তখন আমার কবিতা সম্পর্কে কোন ধারণাই ছিল না।