অগ্নিদাহে তপ্ত ভূমি, স্বেদ ভেজা মোর তনু-
কি জানি ভালে খোদাই করা বৃশ্চিক কি বা ধনু।
সবুজের ধারা রক্তিম আজি নিধন হইছে তরু,
খোদার দেশে তে জল নাই আজি ধারা হইতেছে মরু।
চুপ রও ওহে ধর্ম মুরিদ দোষারোপে বিধাতার-
তোমারই কর্মে সুখ-দুখ আসে, খোদা নয় দোষী নর।
বৃক্ষরোপনে ফিরবে সবুজ, বনায়নে ধারাতল-
ঈশ্বর তবে দানিবেন তোরে, তোদেরই কর্মফল।