এটা কোন কবিতা নয়
-------------------------------
এটা কোন কবিতা নয়।
করুণ বাদকের তালে,
পল্লী গানের কোন সুর ও নয়।

আমি এসেছি তোমাকে জানাতে....
হ্যাঁ হ্যাঁ তোমাকেই জানাতে.....
আজ আমার উস্কোখুস্কো চুলেও,
আমার ভাঙা চশমায় ভর করে
তোমাকে জানাতে আসতেই হলো।

তুমি কি দেখনা তোমার পেছনে নরক সাইরেন..?
শীঘ্রই তুমি পিশে যাবে মৃত্যু-মিছিল পদতলে..!!
দেখো-
এটা কোন ভাষণ নয়, অথবা সমাজসেবীর, কোন বক্তৃতাও নয়।
আমি আবার বলছি, এটা কোন কবিতা নয়।

তোমার অনাবরত স্ক্রোলিং, রিয়াক্ট, শেয়ার
তোমার রাত বারোটার মেসেঞ্জার,
পাগল ভর্তি টিকটক আর.....
সময়ভূক ইউটিউব তোমাকে পৌছে দিবে-
নরক রাজ্যে,
তোমাকে কবিতার ভাঁজে ফাঁস দিতে আমি আসিনি,
মেসেঞ্জার, টিকটক কে চিরতরে মুছে ফেলতেও আসিনি।

পরিমিত বলে কিছু শেখো নি তুমি?

আমি আবার বলছি, এটা কোন রসিকতা নয় ।
গুরুগম্ভীর ব্যঞ্জন ভাষার-
কোনো পঙ্গুক্তিও নয়..!
এটা কোন কবিতা নয়....!!

আজ তুমি মানুষ নামি যন্ত্র,
আটকে পড়েছ প্রযুক্তি ঝড়ে..।
রোবট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের-
অসামান্য গোলকধাঁধায়....!

মনে রেখো,
তোমার স্মার্ট লাইফ স্টাইল বন্ধ করতে আমি আসিনি কিংবা-
শত শহীদের উপটৌকন-
স্বাধীনতাকে পরাধীন করতেও আমি আসিনি।
যেন স্বাধীনতার ঘন অন্ধকারে......
দুর্বোধ্য তীর ছুড়ে মাংস হরণ করে কেউ,
না নিয়ে যায়-
এটুকুই বলতে এসেছি।

কি ভাবছো? এটা কোন বিদ্রোহী মিছিল ?
না, এটা কোন বিদ্রোহী মিছিল নয়।
বাঃহ-বা কুড়ানোর কোন গোপন ষড়যন্ত্রও নয়..!
এটা কোন-  কবিতাও নয়....।

ব্রাউজারে তোমার যে-
হিস্ট্রি ডেটাবেজ গড়েছ তিলে তিলে,
ভবিষ্যতের কাছে তার কোন-
হিসাব কি দিতে পারবে..?
অনলাইনের গোলকধাঁধায়,
অফলাইন সামাজিকতার যে গোপন গোর খুঁড়ে নিয়েছো...,
তবুও এটাকে ছেলেখেলা মনে হচ্ছে..?

এটা কোন সিনেমার ডায়লগ নয়।
গুরুগম্ভীর কবিতার চরণও নয়।
আমি শেষবারের মতো বলছি-
এটাকে কবিতা ভাবলে তুমি ভুল করছ।
এটা কোন কবিতা নয়।

ক্ষীণ জীবন, আরো ক্ষীণ হচ্ছে,
জীবনের শেষ সাইরেন বাজার পূর্বেই.....
আধুনিকতার পরিমিত ব্যবহার কর।
অন্যথায়-
তোমারি তৈরি যন্ত্রের গোপন ষড়যন্ত্রে-
তোমাকেই শিরশ্ছেদ হতে হবে....!