ভুলের জন্য চুল ছিঁড়ে লাভ কী?
সংগ, অনুসংগ, সময়,বয়স ও অবস্থানকে
নিয়ামক ধরে
প্রতিটি ভুলের ময়না তদন্ত কর।
নিজ হাতে তুলে নাও ছুড়ি কাঁচি, অতঃপর
অনুবীক্ষণে বা দূরবীক্ষণে পর্যবেক্ষণ কর
ভুলের নাড়ি-ভুড়ি, কোষ- অণুকোষ।
বিবেকের গভীর থেকে বেরিয়ে আসুক প্রতিবেদন
কথা বলুক ভুলের উৎস, বৈশিষ্ট্য ও
তল্পিতল্পাগুলো, অতঃপর
ভুলকে প্রশ্ন কর তোমায় করণীয় বর্জনীয়...
ভুলেরা ভুল করে না।
আবার ভুল করতে যাবে?
সে তোমাকে স্মরণ করিয়ে দেবে অতীত;
অতীতের ভুলের জন্য কান্না করো না, বরং
ভুল থেকে শেখা প্রতিপাদ্য প্রতিপদে অনুসরণ কর;
সময় ফুরিয়ে যায়নি
সামনে তাকাও
এগিয়ে যাও