তোমার কথা মনে হলেই পথ চলতে চলতে
পথ হারিয়েছি বার বার
ঘাসের প’রে বসি বুনেছি ঘাস
আকাশের দিকে তাকিয়ে গুনেছি তাস
দিঘির জলকে হেঁটেছি বারোমাস …
খালি পায়ে মাড়িয়েছি জঙ্গল কাঁটা বহুবার
আমি দিন-রাত শুধু অপলক দেখেছি
কেমন করে পাখি যায়, পাখি আসে আঙিনায়
কেমন করে হাতি উড়ে মাছ উড়ে
কেমন করে চড়াই পাখির চড়াই উৎরাই উঠে ডিঙায়
কান পেতে শুনেছি বুকের ভেতর রূপকথা
দেখেছি ঠোটের হাসিতে উটের ব্যথা
কেমন করে হেথায় গড়াগড়ি যায় চখাচখির চুপকথা …
জান কি
কেমন করে বুকের পশমে তোমাকে দিচ্ছি তা ?