সুর্য অস্ত গেলেই সন্ধ্যা প্রদীপ মিটিমিটি
রাত্রির বুকে এঁকে দেয় জয়ললিতা...
রাত কা'ত হলেই সলতের তেল ফুরিয়ে আসে,
বাদুড় ঝুলে ছন্দের পয়ারে, অতঃপর
দীপশিখায় নেমে আসে পরমায়ুর বুদবুদ;
সেইসাথে নেমে আসে অবুঝ অন্ধকার
একাদশীর চাঁদ হয় রাতপাখি
সনাতনী ওম খুঁজে দরাজ-খোলা ডেরায়,
আর
মাঝরাতে রিংটোন বেজে উঠে সমলার
শীতের রাতে পাতাঝরা কে দেখে আর?