জন্মের সময় মারা যায় এমন শিশুর সংখ্যা শ’তে বার
জন্মের ফারা কেটে প্রথম বারের মতো ঠাই নিয়েছি পৃথিবীতে
অতঃপর খাট থেকে পরে গিয়েছি কত!
একবার টাইফয়েড নিতে আসে
আবার নিউমোনিয়া হানা দেয়
মরতে মরতে আজরাইলের ভুলে আজো ঠিকে আছি।
স্পষ্ট মনে আছে নীল্ ক্ষেতের মোড়ে ন্যানো সেকেন্ডের
ব্যবধানে চোর-পালানো গাড়িচাপা থেকে বেঁচে যাই একদিন
সে কার পুণ্যে জানিনা ...
আজ এক কাপ ঠাণ্ডা কপি আমাকে চলন্ত ট্রেনকে
চ্যালেঞ্জ করতে উস্কানি দেয়
আর খাদের কিনারে কেন জানি ট্রেনের দেবতা
হাত বাড়ালেন, তাও এক রহস্য বটে!
এবারেও আলুভর্তা হতে পারতাম, অথচ
ট্রেনে বসে বসে দিব্যি কবিতার সাথে কাব্য করছি
আর ভাবছি, হয়ত আর একবার তোমার সাথে
দেখা না হওয়া পর্যন্ত
বিধাতা আমার দিকে হাত বাড়াবেন না ।