ঈশ্বরের রাজ্য ভিজিট করে দেখ, দেখ হে দাম্ভিক পন্ডিত
তোমার বুকে-পিঠে, ডানে ও বামে তিনি পেতেছেন কিছু গণিত।
তিনি অনায়াসে এ ভূভাগ- পাহাড়, সমুদ্র আর সমতলে করেছেন ভাগ
তরলে কিবা কঠিনে তিনি ধার্য্ করেছেন মৌলের সঠিক অনুপাত।
চৌম্বক মেরুধর্ম সুত্র মেনে নারী আর পুরুষে গড়েছেন যুগল
ধনী আর গরীবের পর্যাবৃত্ত আবর্তনে লিখেছেন গাণিতিক ভূগোল।
ধন দিয়ে কিনেছেন যিনি দাস, দাসী কিবা বস্তাভর্তি মান-সম্মান
খাদ্য তালিকা থেকে তার কেটে দিয়েছেন কিছু ডায়াবেটিস অভিমান।
তদুপরি ফুল, ফল ও ফসলের মতো আমল করেছেন যোগ
সৃষ্টি বা জন্ম মানেই বিয়োগ সত্য, কে করে অভিযোগ!
বোকারাই শুধু সকাল বিকাল গুণ করে ক্যালকুলেটরে
ঈশ্বর অষ্টপ্রহর নির্ঘুম ফুসফুসে পাম্প করে কোন মোটরে !