ছোট বাবু রেখা টানে বক্র বা সরলে
সীমান্তের সীমারেখায় যেও না'ক আড়ালে।
গুন টেনে গনিমোল্লা নায়রী যে আনে
কান টেনে মাথা আনে শুধু গুণবানে!
চুল টেনে ছিঁড়ে সে যদি বেশি রাগে
রাবার টেনে লম্বা করো যদি মজা লাগে!
বখাটেরা বিড়ি খায় সুখটান শেষে
উপটানে বাড়ে রূপ বৌঠান হাসে!
অভিমান টেনে যদি লম্বা কর মেয়ে
দূরত্বটা বেড়ে যাবে মাথাচাড়া দিয়ে ।
দড়ি টানলে ছিঁড়ে যাবে এক, দুই, তিনে
সম্পর্কটা নিতে হয় আজীবন টেনে ।