আজ যে দিকেই তাকাই হৃদয় উপচে-পড়া সুখের বুদ বুদ
নকশীকাঁথা জড়ানো লেপের তু্লতুলে ওমের মতো সুখ
রবি ঠাকুরের ‘আমার পরাণ যাহা চায়’ গানের মত সুখ
নীল আকাশে শাদা পায়রার উড়াল দেয়ার মতন সুখ
আমারে জড়িয়ে ধরেছে কোল বালিশের মতো
নির্বাচনে ভোটপ্রার্থী কোন এক চেয়ারম্যানের আলিংগনের মতো ...
যে শিশুগাছ বড় হবে বলে আমার পাশে দাঁড়িয়ে
নিজের উচ্চতা মাপতো প্রতিদিন
আজ সত্যি সত্যি সে আমার চেয়ে বড় হয়েছে ।
গতকাল যে গোলাপের চারাটি লাগিয়ে ছিলাম
আজ সে দিয়েছে ফুল
আমের চারাটি দিয়েছে মুকুল
প্রতিদিন যার খোঁপায় বেঁধে দিতাম ফুল
সেও আজ কাঁপা কাঁপা কন্ঠে বলেছে ‘কবুল’ !