আজকাল অনেকেই তথাকথিত আলোর হাট পেতেছেন যত্রতত্র
কেউ কেউ কেজি দরে বিক্রি করছেন, কেউবা সের দরে মাত্র ।
কেউ কেউ আলোর দামে আলু কিনে বাড়ি ফিরছেন হাসিমুখ
কেউবা পানির দামে পনীর কিনছেন,কেউ বিবেকের দামে দুঃখ!
কেউ কেউ খুলছেন বাহারি কোচিং , কেউবা খুলেন নতুন স্কুল
কেউ নার্সিং ক্লাসে আলু চষেন, কেজির ক্লাসে ফুটান রঙিন ফু্ল!
এখানে গ্যারান্টি, নিশ্চয়তা, বিফলে মূ্ল্য ফেরত চলছেই অবিরত
বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছি আমরা সবাই সকাল সন্ধ্যায় নিয়ত।
ঝুলছে মূলা খাঁচা খোলা, ঝুলছে দেখ পিছ- বারান্দার আলো
নিজের মাঝে নিজের আলো খুঁজে দেখ, লাগবে শুধুই ভালো ।
ফিকে যদি হয় মন, মনন ও বোধ কোন সন্ধিক্ষণে, অবেলায়
পিছ-বারান্দায় হেঁটো না নাবিক , মেতো না তাসের খেলায় ।
বিবেকের জমিনে কেন দাও কীটনাশক, ফরমালিন বারবার
আন্ধকারবাসী যে জন, হঠাৎ আলোয় চোখ ঝলসাবেই তার ।
মিটমিট করে তাকাও ,যেখানে অবাধ উন্মুক্ত সবক’টি দ্বার
আলোর বন্যায় ভেসে যাক পৃথিবী , অধরে হাসি ফুটুক সবার।