আনমনে চোখের পাতা ভাঁজ খুলে শতরঞ্জি বেলায়
এক ঝাঁক আলো এসে উপছে পড়ে বুকের খাঁচায় ।
দৌড়ে আসে বুলবুলি, কানিবক করে কানাকানি
টুনটুনি টুন্টুনায়, মাছরাঙ্গা রাঙ্গায় চোখখানি।
দোলে উঠে মাধবীলতা, বউ কথা কও কথা কহে না
শঙ্কায় জাগে শিহরণ, আমার পরাণে পরাণ থাকে না।
ওপাশে আনবেলা ,কে তুমি সাজাও খেলা বিরলে
এপাশে মেঘের আড়ালে লড়ে ইঁদুর আর বিড়ালে।
মশা আর মাছি, বসি নাকের কাছাকাছি
বলিছে ,মশাই ছিঁড়ে নাও চুল একগাছি।
বনের ধারে হেতা বানর ভাগ করিছে পিঠা
চিল মারিছে চো, রা করে কেনো মুরগির ছা?
পিছ-বারান্দার আলোয় বসি আজ করছি হিসাব
কাকের বাসায় সহসা কেন কোকিলের অভিশাপ !
এখন আমি বুঝি কুহু কুহু আর কা কা’র প্রভেদ
আমি তেষ্টায় মরি, তোমার উপচে পড়ে মেদ !