আমি চাই
কেউ আমার সাথে অভিমান করুক
অভিমানে ঠোঁট ফুলিয়ে রাখুক
মুখ ফিরিয়ে রাখুক কিছুক্ষণ
প্রশ্নের উত্তর দিক নাম পুরুষে
দু’হাতে চোখের ছলছল ঢেকে রাখুক
চক্ষু শাসনে আমাকে ভড়কে দিক
আমি দিব্যজ্ঞান পূজারীর মতো
তাকে চক্র-ক্রমিক আবর্তন করি।
আমি চাই
কেউ আমার সাথে অভিমান করুক
ছোটখাট প্রয়োজনে, কথার বদলে চিরকুট লিখুক
অভিমানে আমাকে শাস্তি দেয়ার জন্যে
রান্নার কথা ভুলে যাক, আর
লুকিয়ে আদর খেতে ইচ্ছে করলে
ঘুমের অভিনয়ে চোখ বন্ধ রাখুক;
মনের অগোচরে যদি ঘুমন্ত চোখে
চুমু খেয়ে লজ্জায় ফিরে যাই – তবে
সেও মনের ভুলে হাত টেনে ধরুক;
আমি চাই
কেউ আমার সাথে অভিমান করুক ...