আজ অব্দি যতোটুকু বড় হয়েছি
উপদেশ শুনতে শুনতে
ওয়াজ শুনতে শুনতে
নসিহত শুনতে শুনতে …

ছোট ও বড়দের কাছে
চেনা ও অচেনাদের কাছে
সৎ ও অসৎ এর কাছে …

সকাল ও বিকেলে
সময়ে ও অসময়ে
যখন ও তখন ……

তুমি উপদেশ শুননি ?
সে শুনেনি?
কে শুনেনি?

তুমি উপদেশ দাওনি?
সে দেয়নি?
কে দেয়নি?

আমরা এমনই, নিজে শুধু খাই খাই
অন্যদের ডায়েটিং এর ফর্দ বিলাই  …

বলা সহজ করা কঠিন
আর কতোদিন ?
কেনো মরার আগে মরি
এসো এখনই মানতে শুরু করি …