পথিক যদি পথ চলে পথ ভুলে
খাল কেটে ডেকে আনে কুমির
দেখে না আগু-পিছু, ডান-বাম
অবহেলে কার্য কারণ বিশ্লেষণ;
কিবা তার পরিণাম?
এ পথে কখনও হেঁটেছে রবি?
এ পথ মাড়িয়েছে কবে কোন কবি?
এখানে
তুমি যদি পথকে জিজ্ঞেস কর
হে পথ, তুমি কার?
পথ যদি উত্তর দেয়,
ভয় নেই, আমি তোমার দাদার -
দু’দন্ড ভেবে নিও পথিক বর;
নতুবা হতেও পারে দা’রদশা ।
পথ চলিতে মা যদি দেয় নুন
মা’রদশা গুনিবে বোন।
আরও জেনো
বাবার ভুলে বাপদশা
তাহার ভুলে তদ্দশা
দূরের ভুলে দুর্দশা
আত্ম ভুলে আটদশা
দেবীর ভুলে দশদশা ….
সময় ভুল করে না
পথিক ভুল করো না -
কখন কোন দশা আসে
কেউ জানে না।