বাঁকা চাঁদ চেয়ে আছে নিশিপদ্ম কলির ডালে
জলের দামে কিনে নেবে কামিনির বুদ্বুদ
বনফুল অরক্ষিত রেখে বনমালী ঘুমুচ্ছে বেঘোর
উড়ে আসে বাঁদুরের দল, বসে কলার পাতে
লক্ষী পেঁচার শিষ থেমে থেমে খুঁজে কানের ঠিকানা
বনদেবী ইচ্ছে বধির সেতো জানে না!
চোখ খুলে নাক ডেকে ঝি ঝি’র গান শুনে কি হবে ?
লাওয়ারিশ কুকুরের ঘেউ ঘেউ শুনতে কার ভাল লাগে !
কি হবে নিশির বাঁশিতে ফুঁ দিয়ে
যখন
বেঘোর ঘুমায় মধ্যবিত্ত রাত আর
আন্তঃজালে চোখ গোল করে
স্বয়ংমৈথুনে ব্যস্ত বৈশাখী প্রভাত
কপালে চোখ তুলে ম্যালথাস !